নভেম্বর ২৬, ২০২৩, ০২:৫৩ পিএম
যুবলীগের চলমান কর্মসূচির কারণেই বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। আগামী ডিসেম্বর মাস জুড়ে সারাদেশে এক উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে।
রবিবার (২৬ নভেম্বর) বিএনপি-জামায়াত কর্তৃক অবরোধের প্রতিবাদে ঢাকা-১৭ আসনের মহাখালী কাঁচাবাজারে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এ মন্তব্য করেন।
তিনি বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন। সাথে জানুয়ারি মাসের নির্বাচন। এই উৎসবমুখর পরিবেশ ধ্বংস করার চেষ্টা করবে বিএনপি-জামায়াত। তারা নির্বাচনে বাধা দিবে, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করবে। কারণ তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যুদ্ধাপরাধীদের দোসর ও তাদের সাথে জোট করে এদেশের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী মানুষের ওপর বার বার তাদের ধ্বংসলীলা চালিয়েছে। সেই দেশবিরোধী অপশক্তিকে মোকাবিলা করছে যুবলীগ।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন শাখাসমূহ অতন্দ্র প্রহরীর মতো সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে যেন বিএনপি-জামায়াত তাদের অবৈধ অবরোধের মাধ্যমে জানমালের ক্ষতি করতে না পারে।
পরশ বলেন, যখন এই অপশক্তি দেশকে একটা জঙ্গিবাদ রাষ্ট্রে, একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত, তারা যখন ক্ষমতা দখল করার ষড়যন্ত্রে লিপ্ত, যখন তারা গণতান্ত্রিক পন্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পিছনের দরজা দিয়ে অথবা বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতার গদি দখল করতে চায় তখন যুবলীগ রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থেকে তাদের এই অপচেষ্টাকে ধূলিস্যাৎ করে দেয়।
যুবলীগের চেয়ারম্যান বলেন, আমাদের সামনে দুইটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে- (১) জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যে ধারাবাহিক অগ্রযাত্রা তা অব্যাহত রাখতে হবে। (২) যুবলীগের নেতা-কর্মীদের মাঝে ঐক্য ধরে রাখতে হবে। বিগত দুই তিন মাস যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে বলেই বিএনপি-জামায়াতের সন্ত্রাস রুখে দেয়া সম্ভব হয়েছে।