যশোরের পাইকগাছা যাবেন ষাটোর্ধ্ব দেলোয়ার হোসেন। টানা তিন দিন অবরোধ থাকায় যেতে পারেননি। আগামীকাল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় গন্তব্যে যাচ্ছেন তিনি। তিনি বলেন, ‘এখন যদি না যাই পরে যেতে পারব কিনা চিন্তায় আছি।’
রবি, সোমবার আবারও অবরোধ কর্মসূচি আছে, তাই ফেরার সময়ও দুর্ভোগ হতে পারে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিরতে যে বাধার সম্মুখীন হতে হবে সে নিয়ে এখনই ভাবছি না।’
গত ২৮ শে অক্টোবর থেকে মহাসমাবেশের পর বিএনপি এবং সমমনা দলগুলোর তিন দিনের হরতাল এবং অবরোধ ডেকেছে। ৩ দিন পর আজ ২ নভেম্বর সন্ধ্যা থেকে দূর পাল্লার বাস চালু হয়েছে । আজ অবরোধের শেষ দিন হওয়ায় এবং আগামী শুক্র শনি সাপ্তাহিক ছুটি থাকায় গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীদের ঢল নেমেছে।
টানা তিনদিন অবরোধে যারা বের হতে পারেন নি তারা আজকে ভিড় করছেন গাবতলী বাস টার্মিনালে। যেহেতু আগামী দুই দিন ছুটি সে উপলক্ষে বাস কাউন্টার গুলোতে যাত্রীদের আনাগোনা বেড়েছে । বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছিলো দূর পাল্লার বাসসহ সব ধরনের বাস চলবে কিন্তু অবরোধে বাসে আগুন এবং নানা রাজনৈতিক জটিলতায় বন্ধ ছিল দূরপাল্লার বাস সহ ঢাকার অভ্যন্তরীণ বাসগুলো। গুটি কয়েক বাস ছাড়া সড়কে বাসের দেখা মেলেনি।
বাস মালিকদের অনেকেই বলছেন বাস চালু থাকার কথা হলেও অজ্ঞাত ব্যক্তি কর্তৃক বাসে আগুন,বাস ভাঙচুর সহ নানা জটিলতার মুখোমুখি হওয়াতে বন্ধ ছিল বাস । তবে আজ সন্ধ্যা থেকে দূরপাল্লার বাস চালু হয়েছে । প্রত্যেক শিফটে তিন থেকে চারটি করে বাস চালু করেছেন বাস মালিকেরা।
এনা ট্রাভেলসের লাইন ম্যানেজার জুয়েল হোসেন বলেন, দিনের বেলা গাড়ি কম চালাচ্ছি। নিরাপত্তার স্বার্থে রাতে গাড়ি চলছে। ছুটির দিন উপলক্ষে যাত্রীসংখ্যাও আগের তুলনায় বেশি।
দূর-দূরান্তের যাত্রীরা অনেক আগে থেকেই এসে কাউন্টারে বসে আছেন তাদের গন্তব্যে পৌঁছার জন্য। কেউবা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছেন কেউবা যাচ্ছেন অফিসের কাজে । যাত্রীরা বলছেন জীবনের ঝুঁকি নিয়েই বের হচ্ছেন।
৫ এবং ৬ তারিখ বিএনপি এবং সমমনা দলগুলো আবারো অবরোধের ঘোষণা করেছেন তাই আগামী ৩ এবং ৪ তারিখ যাত্রীদের চাপ থাকতে পারে গাবতলী বাস টার্মিনালে। তাই খুব দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা দু এক ঘন্টা আগেই পৌঁছেছেন টার্মিনালে। সবার একটাই প্রত্যাশা সব প্রতিকূলতা পেরিয়ে ফিরবেন স্বজনদের কাছে ।