নভেম্বর ৪, ২০২৩, ১১:১৫ এএম
“বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন ২৮ অক্টোবর ঢাকার মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করেছিল। তারা আমাদের অশান্তিতে রাখতে চায়, সে জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের মোকাবিলা করে আওয়ামী লীগ এগিয়ে যাবে।” আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
তিনি শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও–মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে এ কথা বলেন ।
সমাবেশে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ২৮ অক্টোবর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি। সেদিন বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করা হয়েছিল। জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে মেট্রোরেলের উদ্বোধনে জয়জয়কার। এই আনন্দের মহাযাত্রায় আগামী নির্বাচনে জয়লাভ করে সরকার করবে আওয়ামী লীগ।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, অগ্নি সন্ত্রাস ও পুলিশের ওপর হামলা করে বিএনপি প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী দল। তাদের প্রতিরোধ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি ২৮ অক্টোবর পুলিশের ওপর হামলা চালিয়েছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, আনোয়ার হোসেন প্রমুখ।
যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।
২৮ অক্টোবর ঢাকার মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করেছিল: নানক জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, `বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন ২৮ অক্টোবর ঢাকার মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করেছিল।