ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ শাহবাজ শরিফের, ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩০, ২০২৪, ০৩:০৫ পিএম

ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ শাহবাজ শরিফের, ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণ করায় নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এক ফোনালাপে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন উভয় দেশের সরকারপ্রধান।

শুক্রবার (৩০ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপে প্রধান উপদেষ্টার দায়িত্বগ্রহণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক (বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে) পুনরুজ্জীবিতের গুরুত্বের ওপর জোর দেন শাহবাজ শরিফ। তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান ও উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে গভীর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ফোনালাপে উভয় নেতা বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনের বিষয়ে একমত হন। এ ছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও একমত হন তারা।

Link copied!