সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখে আপ্লুত প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৪, ০৯:০০ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সহিংসতায় আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশে সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে যান তিনি। এ সময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আহতদের আঘাতের তীব্রতা দেখে ও হামলার নৃশংসতার কথা শুনে শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রু সংবরণ করতে পারেননি তিনি।

এ সময় আহতদের চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান।

পিএমও-PMO-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

গত কয়েকদিনে সহিংসতার শিকার অন্যান্য আহতদের পরিদর্শনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এবং বহুল পরিচিত পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসব হাসপাতাল পরিদর্শন করে আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেন ও তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

এর আগে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ নম্বরে মেট্রো রেল স্টেশন, রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ভবন ও মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি।

Link copied!