গণভবনে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর এই বৈঠক শুরুর বিষয়টি জানিয়েছে গণভবন সূত্র।
একই দিন আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসার কথাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার শিক্ষার্থীদের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। তিনি বলেন, “গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।” তবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সমন্বয়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা তাদের এখন নেই।
এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ১ দফা দাবি ঘোষণা করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। তারা সরকার পতনের দাবিতে রবিবার থেকে অসহযোগের ডাক দিয়েছে।
এরপরই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গণভবনে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় সভায় বসেছেন।