সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২৪, ১১:২৬ এএম

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

বুধবার (১৭ জুলাই) বিকেলে এই তথ্য জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলতি মাসের শুরু থেকেই গোটা দেশ উত্তপ্ত। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এই ইস্যু নিয়েই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলে জানানো হয়েছে।

Link copied!