কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২৪, ১১:০০ এএম

কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন চলাকালীন কুমিল্লায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় টিয়ার শেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপেরও খবর পাওয়া গেছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের দাবিতে মিছিল নিয়ে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ সূত্র জানায়, এ সময় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে বললেও তারা সেকথা শোনেননি। একপর্যায়ে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে।

Link copied!