ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নয়াপল্টনে বিএনপি কার্যালয় তারা নিজেরা তালা মেরে রেখেছে, পুলিশ সিলগালা করেনি।
বিএনপির অবরোধের মধ্যে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধদের দেখতে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘তারা
তালা লাগিয়ে দিয়েছে এবং সেখানে যায়নি। তারা তাদের অফিস খুললে আমাদের কোনো আপত্তি নেই... আমাদের কখনোই আপত্তি ছিল না।’২৮ অক্টোবর সংঘর্ষের মধ্যে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর পুলিশ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর থেকেই কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলছে। নেতাকর্মীরাও কেউ কার্যালয় আর আসছেন না।
আজ এ বিষয়ে প্রশ্ন করা হলে হাবিবুর রহমান বলেন, বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে এবং তারা তাদের কার্যালয়ে আসে না। কেন আসে না, তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সব সময় থাকে। নিরাপত্তার জন্য বারো মাস থাকে। এখনো আছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘যারা নৃশংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
‘আমরা ইতিমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছি। তারা অগ্নিসংযোগের চেষ্টা করছিল। এছাড়া এ ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে।’