চট্টগ্রামে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

জাতীয় ডেস্ক

জুলাই ২৯, ২০২৪, ০৫:৩১ পিএম

চট্টগ্রামে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিকেল সাড়ে তিনটা থেকে শিক্ষার্থীরা জমায়েত হতে থাকেন। তাদের সরিয়ে দেওয়ার লক্ষ্যে বিকেল চারটার দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড় এলাকায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে শিক্ষার্থীরা সেখানে জমায়েত হয়ে শ্লোগান দিতে থাকেন।

গতকাল রোববার জামালখান প্রেস ক্লাব এলাকায় কর্মসূচি ঘোষণা করলেও পুলিশের ব্যাপক তৎপরতা থাকায় সেখান থেকে কয়েক শ’ গজ দূরে গিয়ে চেরাগী পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেখানে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থীদের বেশি জমায়েত ছিল।

একই দিন বিকেল তিনটার দিকে কাজীর দেউড়ি এলাকায়ও বিক্ষোভকারীরা জমায়েতের চেষ্টা করতে থাকেন। পরবর্তীতে সেখানে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি এসে জড়ো হয়। ঘটনাস্থলের পাশে পুলিশের একটি টিমও দেখা গেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, এমনিতে সভা-সমাবেশ করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তারা পুলিশ থেকে কোনও অনুমতি নেয়নি। এ ছাড়া কারফিউ চলাকালে শিথিল থাকলেও কোনও সভা-সমাবেশ করা যায় না। কেউ যদি আইন ভঙ্গ করে কর্মসূচি পালন করে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবে।

Link copied!