অক্টোবর ৩১, ২০২৩, ০৭:০৫ এএম
গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতার জায়গা নেই মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজনৈতিক দলগুলোর মধ্যে নিঃশর্ত আলাপের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান পিটার হাস। এ সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনসও উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের (ইসি) হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতেই হবে।