সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে কথা হয়েছে। এবার তারা পূজা নিয়ে কোনো উদ্বেগ জানায়নি। এবারের পূজা শান্তিপূর্ণ পরিবেশে হবে।
সোমবার, ০৮ সেপ্টেম্বর দুপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি। এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পূজা উদযাপিত হবে। এবার সন্ধ্যা ৭টার আগে প্রতিমা বিসর্জন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। প্রতিটি মন্ডপে আনসার সদস্য নিয়োজিত থাকবে। সীমান্ত অঞ্চলে পূজা মণ্ডপের মূল নিরাপত্তায় থাকবে বিজিবি। এবার পূজা মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসতে দেওয়া হবে না। পূজা মণ্ডপ ঘিরে যে মেলা হয়, সেখানে গাজা ও মদের আড্ডা হয় সেটা কোনোভাবেই করা যাবে না।
এবার সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, যারা দুস্কৃতিকারী তারা কেবল পূজা নয়, যেকোনো উপলক্ষ্যেই দুষ্কৃতি করতে পারে। তাদের প্রতিহত করা হবে।