আগস্ট ১৩, ২০২৪, ০৯:২৫ এএম
হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে হারানোদের পরিবারের সদস্যরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
শেখ হাসিনার সরকারের শাসনামলে হারিয়ে যাওয়া পরিবারের সদস্য ও স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়ক বন্ধ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান গ্রহণ করেছেন হারানোদের পরিবারের সদস্যরা।
এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবারের হারানো সদস্যদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে এসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করতে দেখা যায়।
হারানোদের পরিবারের সদস্যরা এ সময় ‘আয়না ঘর- আয়না ঘর, খুলে দেও খুলে দেও’, ‘মুক্তি চাই মুক্তি চাই গুম স্বজনদের মুক্তি চাই’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’- প্রভৃতি স্লোগান দিতে থাকেন।