জুলাই ২৫, ২০২৪, ০৯:২৫ পিএম
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (২৬ জুলাই) দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
এ ছাড়া রোববার (২৮ জুলাই) দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কমপ্লিট শাটডাউনে আন্দোলন চলাকালে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, আগামী রোববার সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।