সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
এর মধ্যে রয়েছেন বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বুধবার, ১৭ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় জানানো হয়, আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধান উপদেষ্টা, ২ অক্টোবর ফিরবেন।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের জাতিসংঘের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গা ইস্যুতে বিশেষ আলোচনা হবে। ২৬ সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা জাতিসংঘে বক্তব্য রাখবেন। এ সময় জুলাই অভুত্থানের আশা আকাঙ্খা জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পদক্ষেপ বিশ্বে তুলে ধরবেন।
এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।