ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার দল গোপন বন্দীশালা ও টর্চার সেল ‘আয়নাঘর’ পরিদর্শন করছেন।
তারা ইতোমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন। তারপর তারা র্যাব সদর দপ্তরের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যাবেন।
এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের দুটি গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন যোগ দিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত এবং বেঁচে যাওয়াদের বৃহত্তর একটি অংশকে সঙ্গে নেওয়া হয়নি।
‘ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন’ জানিয়ে গুমের শিকার পরিবারগুলোর প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’ তাদের শাহীনবাগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটক রাখার অভিযোগ ওঠে, সেইসব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে ‘আয়নাঘর’।
তুলে নেওয়া সেসব মানুষদের কেউ কেউ বহু দিন পর পরিবারের কাছে ফিরে বীভৎস নির্যাতনের বিবরণ দিলেও অনেকের খোঁজ এখনো মেলেনি। বিভিন্ন বাহিনীর আওতাধীন এমন আয়নাঘরের সন্ধান পাওয়ার কথা বলেছে অন্তর্বর্তী সরকার গঠিত ‘গুম তদন্ত কমিশন’।