মুন্সীগঞ্জ, মাগুরায় আওয়ামীলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৪, ০১:১৯ পিএম

মুন্সীগঞ্জ, মাগুরায় আওয়ামীলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ ও মাগুরায় এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

রোববার (৪ আগস্ট) সকাল পৌঁনে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, “তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন। নিহত দুইজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।”

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, “হতাহতের সংখ্যা এখনও বলতে পারছি না। তবে, পুলিশ কোনও গুলি চালায়নি।”

এদিকে, মাগুরা শহরের ঢাকা মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায়  ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছেন।  

রোববার সকাল ১১টার দিকে এ সংঘর্ষে আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম জানান, “রাব্বি পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার বুকে গুলি লেগেছে।”

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমর প্রশাদ বিশ্বাস জানান, “আহত তিন পুলিশ সদস্যসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা রোববার সকাল সাড়ে ১০টায় পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ভায়নার মোড়ে অবস্থান নেয়। এ সময় তাদের বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ আন্দোলনকারী বেশ কয়েকজন ছাত্র আহত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।

Link copied!