আন্দোলনকারীরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৪, ১১:০৬ এএম

আন্দোলনকারীরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল নয়: ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আন্দোলনকারীরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, বিষয়টি নিয়ে যখন উচ্চআদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা আছে তার প্রতি কোনও প্রকার শ্রদ্ধাশীল না হয়ে আন্দোলনকারীরা আবারও তথাকথিত বাংলা ব্লকেড নামে কর্মসূচি দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতের চেষ্টা চালাচ্ছে।”

এ সময় গতকাল বুধবার শিক্ষার্থীদের ধৈর্য সহকারে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানোর বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের, “আমরা গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ধৈর্য সহকারে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছিলাম। একই সঙ্গে জনগণের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের সব রাজনৈতিক কর্মসূচি পরিহারের জন্য অনুরোধ জানিয়েছিলাম।”

তিনি আরও বলেন, “আমাদের সবার মনে রাখা উচিত, দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে এবং আমাদের সুপ্রিম কোর্ট আমাদের পবিত্র সংবিধানের অভিভাবক এবং এই পবিত্র সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। দেশের সর্বোচ্চ আদালত যখন সরকারপক্ষ, আন্দোলনকারীদের প্রতিনিধি, মূল মামলাকারী পক্ষসহ সবার বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে, ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যান চলাচলে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ বেআইনি।”

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “এর মধ্যেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচার বর্হিভূত উস্কানিমূলক আচার-আচরণ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে, আইনি পন্থায় না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে। যা সম্পূর্ণ অনভিপ্রেত ও বেআইনি।”

সেতুমন্ত্রী বলেন, “কোনও কোনও অশুভ মহল শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে দেশে অস্থিরতা সৃষ্টি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহতের ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে মনে রাখতে হবে এই ধরনের কর্মকাণ্ড দেশের জনগণের জন্য কল্যাণকর নয়। আমাদের সবাইকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বল প্রয়োগের রাজনীতি বন্ধ করতে হবে। জনদুর্ভোগের রাজনীতি পরিহার করতে হবে।”

কোটাবিরোধী আন্দোলনকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কোটাবিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেয়ার চেষ্টা করা হচ্ছে। কোটা আন্দোলনকে ঘিরে সরকার বিরোধী আন্দোলনের খায়েশ পূর্ণ হতে দেবো না।”

Link copied!