৪ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৪, ১০:৩০ পিএম

৪ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন।

সোমবার (৮ জুলাই) রাত আটটা ৩৫ মিনিট থেকে শাহবাগ মোড়ে আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আন্দোলনকারীরা মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি চলমান ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি চলমান থাকারও হুঁশিয়ারি দিয়েছেন।

তবে পরদিন বুধবার আবারও অবরোধসহ কঠোর কর্মসূচির পরিকল্পনার কথাও সাফ জানিয়ে দেন তারা। সেই সঙ্গে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধানানুযায়ী অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাসেরও দাবি জানান তারা।

Link copied!