সচিবালয়ের সামনে বিক্ষোভ: ৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ০৩:২২ পিএম

সচিবালয়ের সামনে বিক্ষোভ: ৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

সচিবালয়ের সামনে বিক্ষোভ চলাকালীন পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ১১৪ জনের নামোল্লেখ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে এই মামলা করেছেন। জানা গেছে, এখন পর্যন্ত ৯৫ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন: আনসারের ছদ্মবেশধারীরা সফল হবে না: আসিফ নজরুল

নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গতকাল রোববার প্রায় ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের ৭ উপদেষ্টাসহ সচিবালয়ের অপরাপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করতে বিকেলে আনসার ও ভিডিপির মহাপরিচালক সচিবালয়ে উপস্থিত হন ও আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা না ছেড়ে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে।

এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে ও সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Link copied!