থেমে নেই ‘পুশইন’, দিনাজপুর সীমান্ত দিয়ে পাঠানো হল ১৫ জনকে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২৫, ০১:২৪ পিএম

থেমে নেই ‘পুশইন’, দিনাজপুর সীমান্ত দিয়ে পাঠানো হল ১৫ জনকে

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৯ শিশুসহ ১৫ জনকে পুশইন করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) অচিন্তপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, পুশইন ১৫ জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং ৯ জন শিশু।

মো. রফিকুল ইসলাম বলেন, আটক ১৫ জনকে আটক করে অচিন্তপুর ক্যাম্পে রাখা হয়েছে। প্রাথমিক তথ্যমতে তাদের বাড়ি নড়াইল জেলায়। পরিচয় পুরোপুরি নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত দিয়ে গত ২৯ মে ১৩ জন এবং একই সীমান্ত দিয়ে ১০ জুন ১৩ জনকে পুশইন করে বিএসএফ।

Link copied!