নয়াপল্টনে একটি বাড়ি ঘেরাও র‌্যাবের, অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের দাবি

জাতীয় ডেস্ক

জুন ১০, ২০২৪, ০৬:২৯ এএম

নয়াপল্টনে একটি বাড়ি ঘেরাও র‌্যাবের, অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের দাবি

প্রতীকী ছবি

অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পাওয়ার গোপন খবরের ভিত্তিতে নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব সদস্যরা।

সোমবার (১০ জুন) সকাল থেকে ওই বাড়িটি ঘিরে রাখে র‍্যাব-৩ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর বলেন, “৬৩ নয়াপল্টন এলাকার ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। ভেতরে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে দুপুরে বিস্তারিত জানানো হবে।”

এরই মধ্যে দাবি করা হয়েছে, বাড়িটিতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে।

Link copied!