কোটা আন্দোলনকারীরা গতকাল রোববার নিজেদের ‘রাজাকার’ আখ্যায়িত করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। এর জবাব ছাত্রলীগই দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৫ জুলাই) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেন তিনি।
ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, “কোটা বিরোধী বা সংস্কার আন্দোলনের যেসব নেতা যেসব বক্তব্য রেখেছেন, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগসহ, যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে। তার জবাব তারাই দেবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যেই সীমিত। আমরা দেখি, রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে। তখন দেখা যাবে, আমরাও মোকাবেলা করতে প্রস্তুত।”
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, তারা যে গতকাল রোববার স্বাধীনতাবিরোধী শ্লোগান দিয়েছেন, এটাকে কি আপনারা রাষ্ট্র বিরোধী বা রাষ্ট্র দ্রোহিতা মনে করেন? জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিষয়টি সাবজুডিস। কাজেই এখানে আমাদেরকেও অনেক কিছু চিন্তাভাবনা করে বলতে হবে। যাতে আদালত অবমাননা না হয়।”
সাংবাদিক প্রশ্ন তোলেন, কিন্তু কালকে তো আন্দোলনকারীরা রাষ্ট্র অবমাননার মতো অপরাধ করেছে? তারা নিজেদেরকে সেখানে, রাজাকারদের আমরা বিচার করছি, রাষ্ট্র বিচার করছে, সেই অবস্থায় নিজেদের তারা পরিচয় দিচ্ছে ‘রাজাকার’।
সেতুমন্ত্রী জবাবে প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, “সেটা আমাদের বক্তব্য। এতক্ষণ কি শুনলেন? সবই বললাম।”