সচিবালয়ে আগুন: ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ১ ফায়ার ফাইটারের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:৪২ এএম

সচিবালয়ে আগুন: ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ১ ফায়ার ফাইটারের মৃত্যু

ছবি: সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, সকাল ৮টার দিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন মারা গেছেন। এ ছাড়া, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান পা কেটে আঘাতপ্রাপ্ত হন।

এদিকে আজ সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মী নয়ন পানির পাইপ পাম্পে সংযোগ দেওয়ার জন্য কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সচিবালয়ের আগুন নেভানোর জন্য ১৯টি ইউনিট পাঠানো হয়েছিল। কিন্তু ১০টি ইউনিট ফিজিক্যালি কাজ করেছে। কারণ কিছু গাড়ি ঢোকাতে সমস্যা হচ্ছিল।

তিনি জানান, ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।

আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগলো কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিকটেড এরিয়া। সব রুম তালাবদ্ধ ছিল, জানালা লাগানো ছিল। আমরা কাঁচ ভেঙে ভেঙে পানি দিয়েছি। চেষ্টা করেছি যাতে আগুন না ছড়ায়। পাশাপাশি রুমগুলো যত কম ক্ষতিগ্রস্ত হয়।’

Link copied!