খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, ঢাকা-চট্টগ্রামের পথে অবরোধ শিথিল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৫৬ এএম

খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, ঢাকা-চট্টগ্রামের পথে অবরোধ শিথিল

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে শনিবার জারি হওয়া ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামের সড়কে শিথিল করা হয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ ডাকা অবরোধ।

সোমবার সকালে এক ফেইসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ মিডিয়া সেল।

তাদের পোস্টে বলা হয়, রোববার “গুইমারায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে এবং সেটেলারদের নির্যাতনে আহত জুম্ম ভাই-বোনদের উন্নত সুচিকিৎসা এবং শহীদ জুম্ম ভাইদের লাশের সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২টা হতে সড়ক অবরোধ শিথিল থাকবে।”

একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে, তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয় পোস্টে।

তবে দুই সড়ক বাদে জেলার বাকি সড়কগুলিতে অবরোধ চলবে বলেও পোস্টে জানান হয়েছে। 

মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শনিবার ভোর থেকে এই অবরোধ শুরু করে ‘জুম্ম-ছাত্র জনতা’। অবরোধে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভের মধ্যে পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুর থেকে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সেই অবরোধ ও ১৪৪ ধারার সোমবারও অব্যহত আছে। এর মধ্যে শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী।

সেখানে ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে তারা।

মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শনিবার ভোর থেকে এই অবরোধ শুরু করে ‘জুম্ম-ছাত্র জনতা’। অবরোধে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভের মধ্যে পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার দুপুর থেকে অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সেই অবরোধ ও ১৪৪ ধারার সোমবারও অব্যহত আছে। এর মধ্যে শহরের চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেইট, স্বনির্ভর, জিরো মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী।

সেখানে ১৪৪ ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে তারা।

এদিকে রোববার খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে।

এছাড়া সংর্ঘষের ঘটনায় সেনাবাহিনীর মেজরসহ ১৩জন সদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান হয়েছে।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও বিবৃতিতে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অবরোধ কর্মসূচি শিথিল করার অনুরোধ

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে উৎসব দুর্গা পুজা উপলক্ষ্যে ‘জুম্ম ছাত্র-জনতার’ আহ্বানে চলা টানা সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুজা উদযাপন কমিটি।

রোববার রাতে পুজা উদযাপন কমিটির খাগড়াছড়ির সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক তমাল দাশ লিটন এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসবকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এবং অংশগ্রহণমূলক ধর্মীয় পবিত্রতার সাথে পালন করার জন্য চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করার জন্য জুম্ম ছাত্র জনতার সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

এ সময় পুজা উদযাপন কমিটি মঙ্গলবার খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত দোষীদের ‘কঠিনতম শাস্তির’ দাবিও করেন।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহার ও আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার আশু সমাধানের জন্য দাবিও জানান তারা।

Link copied!