সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো “বাংলা ব্লকেড” কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলন ঘিরে বৃহস্পতিবার (১১ জুলাই) মেট্রোরেলের তিনটি স্টেশনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শাহবাগ স্টেশনের চারটি গেটে তালা লাগিয়ে সাময়িকভাবে এই স্টেশন ব্যবহার বন্ধ করা হয়।
এপিবিএনের একটি সূত্র জানিয়েছে, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় স্টেশনে আনসার, ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের পাশাপাশি ৬০ জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা এমআরটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা গেছে, শাহবাগ স্টেশনের চার গেটে তালা দেওয়া হয়েছে। ওই সব গেটে আনসার, এমআরটি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। এ সময় এই স্টেশনে আসা যাত্রীদের অন্য স্টেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া এই স্টেশনে কোনো যাত্রীকে নামতেও দেখা যাচ্ছে না।