নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসকে বিতর্কের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৫ জুন) গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে ইউনূস প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি সাফ জানিয়ে দেন, ড. ইউনূসের সঙ্গে জেলাসি করি না।
টিভি টুডের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের হিংসার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “যিনি অর্থনীতিবিদ, শান্তিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তার সঙ্গে কেন আমি কনটেস্ট (প্রতিদ্বন্দ্বিতা) করতে যাবো? আমি ইউনূসকে বলছি, আসেন একদিন। আমেরিকায় যেমন জো বাইডেনদের বিতর্ক হয়, আমরাও বিতর্ক করি, সাংবাদিকরাও থাকবেন।”
আওয়ামী লীগ সভাপতি বলেন, “নোবেল পুরস্কারে রাজনৈতিক উদ্দেশ্য থাকে। আমার পুরস্কার লাভের আশা নেই।”
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, “শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? লেবারদের ন্যায্য পাওনা চুরি করে খাচ্ছে।”
ড. ইউনূসকে কটাক্ষ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, “এতই যদি দারিদ্র্য নিরসন করেছেন, তবে আমরা ক্ষমতায় আসার আগে দারিদ্র্য ছিল কেন? গ্রামের ক’জন মেয়ে অর্থ উপার্জন করেছেন। আমিই তো দারিদ্র্য নিরসন করেছি।”
প্রধানমন্ত্রী বলেন, “ইউনূস বিদেশে বিদেশে এত বিনিয়োগ করেছেন, তিনি কাদের টাকা বিনিয়োগ করেছেন? কই, আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) তো এই বিষয়ে কিছু লিখলেন না? মনে রাখবেন, আমি দেশও বেচি না, দেশের স্বার্থও বেচি না।”