নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করলেন শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৪, ০৮:১৯ এএম

নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করলেন শেখ হাসিনা

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ জুন) দুপুর দুইটা তিন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে যায়। ভারতে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম কোনও বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর। ১৫ দিনেরও ব্যবধানে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর এটি।

গত ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্গত ছিলেন তিনি।

Link copied!