বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৪, ১০:৫৬ এএম

বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন শেখ হাসিনা

বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। এ সময় দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক শ্রেণি-পেশার বিত্তবানদেরকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।

বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি উল্লেখ করেন, আকস্মিক এই বন্যা পরিস্থিতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় গুরুতর আকার ধারণ করেছে। এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বন্যা দুর্গতদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

শেখ হাসিনা বলেন, বিগত দিনে বন্যা মোকাবেলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম ও বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সফল হয়েছিলাম। জুলাইয়ের প্রথম সপ্তাহে এমন একটি ভয়ংখর বন্যার শঙ্কায় আগাম প্রস্তুতি নিতেও আমি সবাইকে নির্দেশ দিয়েছিলাম।

এ সময় চলমান এই বন্যায় মৃতদের আত্মার সদ্গতি (রুহের মাগফেরাত) কামনা করেন শেখ হাসিনা। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতিও সমবেদনা ও ধৈর্যধারণের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

Link copied!