রোহিঙ্গা আশ্রয়শিবিরে গোলাগুলি, আরসার ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৩, ০৬:১৯ পিএম

রোহিঙ্গা আশ্রয়শিবিরে গোলাগুলি, আরসার ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর সাড়ে চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত বালুখালী আশ্রয়শিবিরের ক্যাম্প-৬ ও ক্যাম্প-৭–এর মাঝামাঝি ডি-ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ৬নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের পুত্র আবুল হাশেম (৩০), ৭নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের পুত্র মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের পুত্র কামরুল হাসান (২২)।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরসার সন্ত্রাসীরা আশ্রয়শিবিরে অবস্থান করে এক রোহিঙ্গা মাঝিকে অপহরণের চেষ্টা চালাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

Link copied!