বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, “সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।”
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিশ্বের ১৪০টির বেশি দেশে আমাদের ওষুধ রপ্তানি হয়। আমরা চীনেও এর প্রসার চাই। পাশাপাশি পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, আম প্রভৃতি রপ্তানির মাধ্যমে আমরা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছি।”
বর্তমানে বেইজিংয়ে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের এ সফরটি ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত নির্ধারিত ছিল। তবে ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সব বৈঠক সম্পন্ন হওয়ায় এবং ১১ জুলাই আনুষ্ঠানিক কোনও কিছু না থাকায় ১০ জুলাই রাতেই বেইজিং থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।