অবরোধে স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২৩, ০৯:০৩ পিএম

অবরোধে স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রা

এই শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপি-জামায়াতের দেয়া চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে বড় শোডাউন করেছে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

রবিবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে একটি মোটর শোভাযাত্রা যাত্রাবাড়ী থানার কাজলাপাড় থেকে শুরু হয়ে ডেমরা, কদমতলী, যাত্রাবাড়ী, থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শনির আখড়ায় দনিয়া কলেজের সামনে এসে শেষ হয়। 

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে এই শোভাযাত্রায়। যার মধ্যে ২ হাজার মোটরবাইক, ১০০ প্রাইভেটকার, ২০ পিকআপসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে উপস্থিত ছিলেন তারা।

কামরুল হাসান রিপন দ্য রিপোর্টকে বলেন, বিএনপির এই জ্বালাও-পোড়াও রুখে দিতে আমরা রাজপথে ছিলাম আছি থাকব। যারাই দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাইবে সাধারণ মানুষের জানমালে হাত দিবে, তাদের সমুচিত জবাব দেয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি জানে তারা এবারও নির্বাচনে জয়ী হতে পারবে না তাই তারা এই চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তিনি বলেন, আমরা শতভাগ বিশ্বাসী দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাআল্লাহ। 

এ সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের নেতা সিফাত সাদেকীন চপল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!