ডিসেম্বর ৮, ২০২৪, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত
একক যাত্রার টিকিট ঘাটতির কারণে রাজধানী ঢাকায় মেট্রোরেলের কয়েকটি স্টেশনে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে সবচেয়ে ভোগান্তি পোহাতে হয়েছে মিরপুর ১১ ও ১০ স্টেশনের যাত্রীদের।
এই দুটি স্টেশনের যাত্রীদের অভিযোগ, সকালের দিকে ভেন্ডিং মেশিনে একক যাত্রার টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেক যাত্রী টিকিট কাটতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় শুধুমাত্র এমআরটি ও র্যাপিড পাসধারী যাত্রীদের প্লাটফর্মে ঢুকতে দেওয়া হয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন কয়েকজন যাত্রী।
বিষয়টি ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরিফী সংবাদমাধ্যম ডেইলি স্টারকে বলেন, “একক যাত্রার টিকিটের ঘাটতি থাকায় সমস্যা তৈরি হচ্ছে। সকালে অধিকাংশ যাত্রীই মতিঝিলের দিকে যান। সেই তুলনায় বিপরীতদিকে যাত্রী কম থাকায় কিছু স্টেশনে একক যাত্রার টিকিটের সংকট দেখা দেয়।”
অন্যান্য স্টেশনগুলোতে থাকা একক যাত্রার টিকিট সংগ্রহ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এছাড়া জানুয়ারির মধ্যে ১ লাখ ৯৫ হাজার একক যাত্রার নতুন টিকিট পাওয়া যাবে। যার মধ্যে মাসেই পাওয়া যাবে ৭০ হাজার টিকিট। এসব টিকিট পাওয়া গেলে সংকট থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছিল, ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল চলাচল শুরু হওয়ার পর থেকে একক যাত্রায় ব্যবহৃত টিকিটের মধ্যে দুই লাখ ফেরত না দিয়েই স্টেশন থেকে বের হয়ে গেছেন যাত্রীরা। টিকিটের অভাবে সমস্যা হওয়ার কথা জানিয়ে সেগুলো ফেরত দেওয়ার অনুরোধ করে ডিএমটিসিএল।