সহিংসতায় নিহতদের জন্য বিশেষ দোয়া আজ

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৪, ০৫:৫৫ এএম

সহিংসতায় নিহতদের জন্য বিশেষ দোয়া আজ

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন চলাকালে ব্যাপক তাণ্ডব ও নাশকতায় নিহতদের জন্য শোক ও রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত সপ্তাহে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। শিক্ষার্থীদের এ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছে জাতীয় দৈনিক প্রথম আলো।  এ পরিস্থিতির মধ্যে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়, ধাপে ধাপে যা শিথিল করছে সরকার।

Link copied!