ছাত্ররা সমস্যার অংশ হয়ে উঠছে: বার্গম্যান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২, ২০২৪, ০৩:৫৬ পিএম

ছাত্ররা সমস্যার অংশ হয়ে উঠছে: বার্গম্যান

বৈষম্যবিরোধী ছাত্রদের আচরণ নিয়ে সমালোচনা করেছেন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি বলেছেন, ছাত্র এখন সমস্যার অংশ হয়ে উঠছে।

ডেভিড বার্গম্যান বাংলাদেশে আলোচিত নাম। আল-জাজিরা, ইকনোমিস্ট, নেত্র নিউজসহ সংবাদমাধ্যমে বাংলাদেশের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পরিচিত তিনি।   

ছাত্রদের ভাষা ব্যবহারের সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে বার্গম্যান লিখেছেন, ‘জাতীয় বিশ্বাসঘাতকদের নির্মূল করতে হবে।’ এই ধরনের ভাষা ব্যবহারের কঠোর সমালোচনা করা উচিত।

‘ছাত্রদের গ্রুপগুলো এখন সমাধানের অংশ না হয়ে, সমস্যার অংশ হয়ে উঠছে। এটি খুবই হতাশাজনক।’

এই সাংবাদিক লিখেছেন, তারা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলোকে ‘ফ্যাসিস্টিক’ শব্দ দিয়ে এমনভাবে বর্ণনা ও বেআইনিভাবে উপস্থাপন করছেন। একইভাবে রাজনৈতিক সংগঠনগুলিকে সম্পূর্ণভাবে বৈধতামুক্ত করার উপায় হিসেবে আওয়ামী লীগও ‘স্বাধীনতাবিরোধী’ বা ‘রাজাকার’ শব্দটির ব্যবহার করেছিল।

আরও পড়ুন: রিকশাচালকদের হামলায় ঢাবি শিক্ষার্থী আহত

এর আগে আরেক পোস্টে জাতীয় পার্টির অফিসে হামলার সমালোচনা করেন ডেভিড বার্গম্যান। তিনি লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টি অফিসে হামলার বৈধতা দিচ্ছে। 

‘বৈষম্যবিরোধী" দলটিকে বর্ণনা করার সঠিক উপায় নিশ্চিত নই- বলেও ওই পোস্টে মন্তব্য করেন বার্গম্যান।

Link copied!