কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২৪, ০৭:০৯ এএম

আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোটা আন্দোলনের কোনও যৌক্তিকতা নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

রোববার (৭ জুলাই) সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, “কোটা বাতিলের আন্দোলন হচ্ছে। কোটা বন্ধ করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের রায়ে বহাল হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা আন্দোলন করছে। এর কোনো যৌক্তিকতা নেই।”

এ সময় জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “ভোট চুরির দায়ে রাষ্ট্রক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় গিয়েছিল বিএনপি। ভোট চুরির অপবাদে দুইবার ক্ষমতাচ্যুত হয়েছে তারা।”

তিনি আরও বলেন, “বিএনপির নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। তারা সমাজের অভিশপ্ত বোঝা। তাদের অত্যাচার-নির্যাতন যেন আবার ফিরে না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামে যুব মহিলা লীগ সব সময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি।” এ সময় যুব মহিলা লীগ নেত্রীদের সর্বজনীন পেনশনে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!