আজ সকালে রাজধানীর আফতাবনগর ও উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করেছে। বৃষ্টিতে ভিজে মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেয় ও প্রতিবাদ জানায়।
শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার পরে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে। বৃষ্টির মধ্যে মিছিল নিয়ে তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। এ সময় মিছিলে অংশগ্রহণ করা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় ছিল আইডি কার্ড।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশে শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে। এ সময় তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। মিছিলের সামনে ও পেছনে পুলিশ ছিল।
এ ছাড়া উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । বেলা ১১টার দিকে বৃষ্টিতে ভিজে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় অনেকেই স্কুলের পোশাকে ছিল।
এদিকে, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার সারাদেশে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত এবং মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। সেইসঙ্গে শহীদদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।