সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সহযোগিতা করবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। জাতিসংঘের তদন্ত দলকে আমরা সহযোগিতা করবো। অবশ্যই চেষ্টা করবো তদন্তটা যাতে নিরপেক্ষ হয়।”
ব্রিফিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যথেষ্ট করেছি, আর কোনও রোহিঙ্গাকে নিতে পারবো না।”
এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে প্রভাব পড়বে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা আমাদের আছে। তবে তাদের ওপর যেহেতু নিষেধাজ্ঞা আছে, সেজন্য সেটাকে পাশ কাটিয়ে যতটুকু যেভাবে কাজ করা যায়, সেভাবেই করবো। রূপপুরের কাজ যেহেতু অনেক দূর এগিয়েছে, সেজন্য তার ফল তো আমাদের পেতেই হবে। কাজে কোনও বিরূপ প্রভাব পড়বে না।”
আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে দেশে আসছে জাতিসংঘের মিশন
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান গোয়েন লুইস। বৈঠক শেষে গোয়েন লুই সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও গুলির ঘটনায় তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘের অর্থায়নে স্বাধীনভাবে তদন্ত করবে মিশন।