নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সেই পুকুরে এবার মিলল একশ রুপালি ইলিশ। ধবার (২৭ মার্চ) ভোরের দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছগুলো ধরা পড়ে।
নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফছার উদ্দিন জানান, প্রতি বছর ঘূর্ণিঝড় এলে নিঝুম দ্বীপের প্রায় সবগুলো পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লা পুকরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছগুলো নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।
পুকুরের মালিক আবদুল মান্নান বলেন, ‘আমি দীর্ঘসময় ধরে পুকুরটি লিজ নিয়ে মাছ ধরি। প্রতি বছর কমবেশি ইলিশ পাওয়া যায় পুকুরটিতে। ২০২২ সালে প্রথম ধাপে ৩৫টি ইলিশ পেয়েছিলাম। সব মিলিয়ে প্রায় ১০ কেজির উপরে। ২০২৪ সালে এসে গতকাল পেয়েছি ১০ কেজি, আর আজকে একশ ইলিশ পেয়েছি। আগামী ৪-৫ দিন নিয়মিত মাছ ধরা পড়বে।’
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাজু চৌধুরী বলেন, `অতি মাত্রার জোয়ারের সঙ্গে ইলিশ মাছের বাচ্চা পুকুরে প্রবেশ করছে। তবে পুকুরে ইলিশ পাওয়াটা ইতিবাচক। এটা নিয়ে চাঁদপুর মৎস গবেষণাকেন্দ্রে কাজ চলছে। পুকুরে ইলিশ চাষ নিয়ে মৎসবিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন।`