মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৯ মে) ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং উপলক্ষে আয়োজিত এক সেমিনারে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “মেট্রোরেলে সেবা নিতে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্তটি ভুল, প্রধানমন্ত্রীকে এনবিআরের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছি।”
ওবায়দুল কাদের আরও বলেন, “যাত্রীদের শৃঙ্খলা মেনে মেট্রোসেবা নিতে হবে। মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের অযত্ন-অবহেলা এখনও রয়েছে। তাদের আরও সচেতন হতে হবে। সরকারের এত উন্নয়ন ম্লান হচ্ছে যখন ঢাকার অবস্থান বাস-অযোগ্য শহরের তালিকায় নাম লিখছে।”
সামনে যারা বসে আছেন তারা বেশিরভাগই আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “কিন্তু যাদের কাছে ব্র্যান্ডিংয়ের দরকার তারা নেই। তিন লাখ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছেন। মতিঝিল থেকে উত্তরা যাচ্ছেন। এখানে তাদের কাউকে রাখা দরকার ছিল। মন্ত্রণালয়ের লোকদের কাছে ব্র্যান্ডিং করা দরকার আছে কিনা- এটা আমি আগেও বলেছি। আমরা কাদের উদ্দেশে বক্তব্য রাখছি সেটা আমাদের মনে রাখতে হবে।”