আগস্ট ৪, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে রাজনৈতিক দল বেশি ভালনারেবল তাদের বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
রোববার, ০৪ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন উপদেষ্টা।
সব রাজনৈতিক দলকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে কিনা—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সবাইকে প্রটোকল দেই। যে বেশি ভলনারেবল তাকে বেশি দেই, যে কম তাকে কম দেই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে রুটিন সভা ছিল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে মাদকের ব্যাপারে। মাদকের ক্ষেত্রে রুই কাতলা ধরা পড়ছে না, পুটি ধরা পড়ছে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। তবে কাঙ্খিত হয়নি। স্বাধীনতার ৫৪ বছরে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ পর্যায়ে যেতে পারিনি।’ তিনি জানান, ৫ আগস্ট নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক বিষয় নিয়ে সংশয় থাকে, তবে সব অনুষ্ঠান ভালোভাবেই হয়েছে। সামনেও কিছু হবে না। কোনো কোনো ক্ষেত্রে পরিবার ও সামাজিক সচেতনতা দরকার।’