‘ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধকে অনুপ্রাণিত করেছিল’

বাসস

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:৫৫ পিএম

‘ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধকে অনুপ্রাণিত করেছিল’

ছবিঃ বাসস

ভাষা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ঘটনা যা পরবর্তীতে দেশের চূড়ান্ত মুক্তি অর্জনের জন্য স্বাধীনতা যুদ্ধকে অনুপ্রাণিত করেছিল। যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন ভাষা সৈনিকদের স্মৃতি অম্লান থাকবে।

শুক্রবার রাতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অমর একুশের ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) মো. আবু জাফর একথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলা ভাষার চর্চা সম্পর্কে প্রধান অতিথি মো. আবু জাফর বলেন, হোটেল ও রেস্তোরাঁসহ অনেক জায়গায় এখনো  ভূল বাংলা বানান এবং ইংরেজিতে লেখা ব্যানার, পোস্টার এবং সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, ‘সকল স্তরে বাংলা ভাষা ব্যবহারের পাশাপাশি, উচ্চশিক্ষার জন্য প্রয়োজনে অন্য ভাষা শেখার আগে অভিভাবকদের তাদের সন্তানদের তাদের নিজস্ব ভাষা সঠিকভাবে বলতে এবং লিখতে শেখানো উচিত।’ 

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য পর্যায়ক্রমে সংঘটিত সকল আন্দোলনের মধ্যে শেষটি ছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি।

তিনি বলেছেন, ‘এই দিনটি, ২১ ফেব্রুয়ারি, আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাঙালি ছাড়া অন্য কোনো জাতি তাদের মাতৃভাষার জন্য জীবন দান করেনি। এ কারণেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।’ 

ভাষা আন্দোলন ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই মাসে ছাত্রদের গণঅভ্যুত্থান সম্ভব করে তুলেছিল উল্লেখ করে তিনি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এবং ভাষা গবেষণার ওপর জোর দেন।

আলোচনা শেষে ভাষা আন্দোলনের বীর সৈনিক মোহাম্মদ আফজালকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Link copied!