জুলাই ৫, ২০২৪, ০৪:২০ পিএম
পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষের বৈঠক ফলপ্রসূ হয়নি বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা। ঘোষণা দিয়েছেন, কর্মবিরতি অব্যাহত রাখার। সমস্যা সমাধানে চেয়েছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ।
শুক্রবার (৫ জুলাই) বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত নেতাকর্মীরা কর্মবিরতি অব্যহত থাকার কথা জানিয়ে ঘোষণা করেন, বৈঠক ফলপ্রসূ হয়নি।
সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তীসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে তারা।