ভ্যানভর্তি লাশের ভাইরাল হওয়া ভিডিওটি আশুলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২৪, ০২:৩৩ পিএম

ভ্যানভর্তি লাশের ভাইরাল হওয়া ভিডিওটি আশুলিয়ার

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বৈষম্যকে ঘিরে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি ভ্যানে গুলিতে নিহত একাধিক লাশ স্তূপীকৃত করে রাখার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির ঘটনাস্থল কোথায়- সেটা নিয়েও আলোচনা শুরু হচ্ছে। পরবর্তীতে একটি দেয়ালে সাঁটানো পোস্টার দেখে জানা যায়, ভিডিওটি সাভারের আশুলিয়া থানার সামনে ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে আশুলিয়া থানার সামনের এলাকায় ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাস্থলের সঙ্গে সেই স্থানের হুবহু মিল পেয়েছেন গণমাধ্যমকর্মীরা। প্রাথমিকভাবে ভিডিওটি আশুলিয়া থানা ভবনের সামনের একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডব্যাপী ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্য একটি লাশের হাত-পা ধরে রয়েছেন। সামনে আগে থেকেই কাপড় দিয়ে ঢেকে রাখা লাশভর্তি একটি ভ্যানে লাশটি ছুঁড়ে ফেলছেন তারা। পরে লাশটি তুলে শেখ মুজিবের ছবি সংবলিত ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ড অংশে পাশের দেয়ালে সাঁটানো একটি পোস্টার দেখা যায়, যা আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন যুবলীগ নেতা ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন ভুঁইয়ার। দেয়ালে সাঁটানো সেই পোস্টার দেখেই নিশ্চিত হওয়া গেছে যে আশুলিয়া থানার পাশেই ভিডিওটি ধারণ করা হচ্ছে।

Link copied!