লালমাটিয়ায় তরুণীকে মারধর

‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের প্রশ্ন নেই, অপসারণ করতে হবে’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২৫, ০৫:৪৯ পিএম

‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের প্রশ্ন নেই, অপসারণ করতে হবে’

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই (যৌক্তিকতা দেওয়া) করার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’।

সোমবার, ০৩ মার্চ রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটিয়া এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর সংগঠক আদৃতা রায় বলেন, আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য আল্টিমেটাম দেয়া হলেও তিনি পদত্যাগ করেননি। ফলে এখন আর তার পদত্যাগের আর কোন প্রশ্ন নেই, তাকে অপসারণ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা জুলাই বলতেসি, জাহাঙ্গীরকে ফালায় দেন, জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারে নাই।’  

গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় ‘মব’ তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে আজ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যায় দুই তরুণী আক্রান্ত হয়েছিলেন ধূমপান করা নিয়ে। ধূমপান করায় তাদের ওপর চড়াও হওয়া এবং এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হওয়ার ফেসবুকে অনেকে প্রতিবাদ জানান।

এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি তাঁরা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা (লোকেরা) বাধা দেওয়ায়, তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেন আজকের প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া নারীরা। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন তারা।

সমাবেশের আগে আড়ংয়ের পেছনের সড়ক থেকে একটি মিছিল লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মবের বিরুদ্ধে, আগুন জ্বালাও এক সাথে’, ‘অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে’ ইত্যাদি স্লোগান দেন নারীরা।

অনেকের হাতে ‘স্লাটশেমিং বন্ধ করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি’, ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার’, ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। 

সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। 

Link copied!