বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৩ কর্মকর্তাকে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৪, ০৩:০৪ পিএম

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৩ কর্মকর্তাকে

ছবি: সংগৃহীত

পুলিশের আরও ৩ জন উচ্চপর্যায়ের কর্মকর্তাকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, ডিআইজি আনোয়ার হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামান।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন ওই তিনটি প্রজ্ঞাপনে সই করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, সব ধরনের প্রাপ্য অবসর সুবিধা পাবেন তারা।

উল্লেখ্য, এই ৩ কর্মকর্তাকে গত কয়েক দিন ধরে অফিসে অনুপস্থিত পাওয়া যাচ্ছিল। তাদের অবসরের এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

Link copied!