গাজীপুরের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:০২ পিএম

গাজীপুরের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার, ০৮ বফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে যান তিনি। উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, “একজন রোগী মাথায় আঘাত নিয়ে আইসিইউ-তে আছেন। তার অবস্থা বোঝা যাবে ২৪ ঘণ্টা পর।”

গতকাল শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এর সাথে যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।”

Link copied!