এবার ব্যারিস্টার সুমনকে হত্যার উদ্দেশে তিনদিন ধরে শক্তিশালী একটি মহল মাঠে নেমেছে। শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডিতে ৪-৫ জনের একটি টিম এই ধরনের তৎপরতায় লিপ্ত বলেও উল্লেখ করা হয়।
শনিবার (২৯ জুন) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুজ্জামান শরীফ। তিনি বলেন, “ব্যারিস্টার সুমন জিডি করেছেন, আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুন রাত আটটার দিকে ঢাকায় আমার বাসভবনে অবস্থানকালে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সরকারি মোবাইল ফোন নম্বর থেকে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেন। আমাকে জানান, আমাকে হত্যার উদ্দেশে শক্তিশালী একটি মহল গত তিনদিন ধরে মাঠে নেমেছে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা ৪-৫ জনের একটি টিমের কথা বলেন বলেন। আমি যাতে রাতে বের না হই সেজন্য তিনি সতর্ক করেন। পাশাপাশি আমাকে সাবধানে থাকার নির্দেশ দেন। তখন আমি ওসির কাছে পরিচয় জানতে চাইলে পরিচয় জানাতে অস্বীকার করেন।
বিষয়টি নিয়ে কথা বলতে ব্যারিস্টার সুমনকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি তিনি।