রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের আশপাশের এলাকা থেকে আটক নয়জন রেলে নাশকতার ঘটনায় সম্পৃক্ত নয় বলে জানিয়েছে র্যাব। শুক্রবার (২২ ডিসেম্বর) তাদের বিমানবন্দর থানায় হওয়া ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আশপাশে অভিযান চালিয়ে র্যাব-১–এর একটি দল ওই ৯ ব্যক্তিকে আটক করে। আটকের পর র্যাব বলেছিল, তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ ঘটনার সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করা হয়েছে। আজ সকালে তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয় এবং পরে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ৯ জনকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই আসামিরা হলেন আল আমিন (৩৮), হৃদয় মিয়া (২৮), হানিফ হোসেন (৪০), মো. ইয়াছিন (২০), মনিরুজ্জামান ওরফে সুমন সরদার (২২), মো. রুমান (২০), মো. সজীব (১৮), মো. নীরব (১৮) ও মো. হৃদয় (১৮)।