সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারকের বদলি ও পদোন্নতি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৬:১৮ পিএম

সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারকের বদলি ও পদোন্নতি

আইন মন্ত্রণালয় বুধবার সারা দেশে একসঙ্গে ৮২৬ বিচারকের বদলি ও পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬ জনকে পদোন্নতি ও পদায়ন দেওয়া হয়েছে। এর মধ্যে:

  • অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন
  • যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হয়েছেন ২৯৪ জন
  • সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হয়েছেন ২৮২ জন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলীকৃত বিচারকরা ২৭ নভেম্বর পর্যন্ত বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে আগামী ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এছাড়া যারা প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বহিঃবাংলাদেশ ছুটিতে রয়েছেন, তাদেরকে প্রশিক্ষণ বা ছুটি শেষে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদানের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!